Site icon Amra Moulvibazari

সিলেটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

সিলেটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

সিলেটে প্রথম করোনাভাইরাস আক্রান্ত হওয়া এক রোগী শনাক্ত হয়েছেন। তিনি পেশায় একজন চিকিৎসক। করোনা ভাইরাসে আক্রান্তের খবরে সিলেটের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিছুর রহমান জানান, আইইডিসিআর গত ২৪ ঘন্টায় যে ১৮ জন করোনা ভাইরাস রোগী শনাক্তের কথা বলেছে তার মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর তার বাসা লকডাউন করে রাখা হয়েছে।

সিলেট অঞ্চলে এতোদিন করোনা ভাইরাসের কোন রোগী শনাক্ত না হওয়ায় স্বস্তিতে ছিলেন এ অঞ্চলের মানুষজন। আজ রবিবার প্রথম রোগী শনাক্ত হওয়ার পর সিলেটের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

Exit mobile version