Site icon Amra Moulvibazari

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪


যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে ম্যাস শুটিংয়ে প্রাণ হারালেন কমপক্ষে ৪ জন। শনিবার (১৫ এপ্রিল) এ হামলায় আরও ২৮ জন আহত। খবর বিবিসির।

কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। স্থানীয় হাসপাতালে চলছে তাদের চিকিৎসা। রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউতে-তে। পুলিশের তথ্য অনুসারে, ডেডভিলে শহরের ‘মাস্টারপিস ড্যান্স স্টুডিও’তে হয় গোলাগুলি। সেখানে চলছিলো এক কিশোরের ১৬তম জন্মদিন। রাত সাড়ে ১০টা নাগাদ শুরু হয় এলোপাতাড়ি হামলা। নিহতদের সবাই সমবয়সী বন্ধু। তাদের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। হাইস্কুল পর্যায়ের তারকা ক্রীড়াবীদ ফিল ডাওডেল।

অবশ্য হামলাকারীর ব্যাপারে এখনো কিছু জানায়নি পুলিশ। মোটিভ সম্পর্কেও প্রকাশ করেনি তথ্য। চলতি বছর যুক্তরাষ্ট্রে ১৪০টি ম্যাস শুটিং হলো।

এটিএম/



Exit mobile version