Site icon Amra Moulvibazari

রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভাইরাস রুখতে তৈরি হচ্ছে বিশেষায়িত হাসপাতাল

রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভাইরাস রুখতে তৈরি হচ্ছে বিশেষায়িত হাসপাতাল

করোনা সংক্রমণের ভয়াবহ ঝুঁকিতে আছে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। এরই মধ্যে করোনা সন্দেহে কয়েকজনকে কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রেখেছে প্রশাসন। করোনা পরিস্থিতি মোকাবেলা করতে ক্যাম্পের ভেতরেই তৈরি হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল। ক্যাম্পে বহিরাগতদের প্রবেশও বন্ধ করা হয়েছে। ক্যাম্পের লোকজন যাতে বাইরে বের হতে না পারে সে জন্য বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, করোনার ঝুঁকিতে আছেন সব মানুষই। তাই বিদেশিরা চাইলেও রোহিঙ্গাদের সহায়তা করতে ক্যাম্পের ভেতরে যেতে দেবে না সরকার।

মায়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস কক্সবাজারের সব ক্যাম্পে। ঘনবসতি, শিক্ষার অভাব, অসচেতনতা সহ নানা কারণে আগে থেকেই স্বাস্থ্য ঝুঁকিতে এসব মানুষ। বিশ্বব্যাপি করোনার বিস্তারে তাই আতঙ্ক বেড়েছে ক্যাম্পেও।

এর মধ্যেই সম্প্রতি অস্ট্রেলিয়া ও ভারত থেকে ফিরেছেন ৭ রোহিঙ্গা। তাদের একটা অংশের কোয়ারেন্টাইন শেষ। আবার মায়ানমার থেকেও সম্প্রতি নতুন করে ক্যাম্পে ঢুকেছে দুইজন। তারাও কোয়ারেন্টাইনে। সতর্কতা হিসেবে এরই মধ্যে ক্যাম্পের ৯ টি হাসপাতালে ৪৭ টি আইসোলেশন বেডও প্রস্তুত করেছে সরকার।

ক্যাম্পের বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি ভেতরের স্কুল সহ অন্যান্য সব কার্যক্রম বন্ধ। কেবল খাদ্য, চিকিৎসা ও পয়নিষ্কাশন ছাড়া অন্য কোনো কাজে বাইরের লোকের প্রবেশ নিষেধ। সতর্কতা হিসেবে তৈরি হচ্ছে বিশেষায়িত হাসপাতাল।

করোনা ভাইরাস সংক্রমণে বাংলাদেশে মারা গেছেন ৬ জন। তাই বৈশ্বিক এই বিপদে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার তাগিদ দিয়েছে আইইডিসিআর ও স্বাস্থ্য মন্ত্রণালয়।


ফরিদপুর মেডিকেলে আইসোলেশনে থাকা এক কৃষকের মৃত্যু

 

Exit mobile version