বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সামনে নিয়ে আসার ক্ষেত্রে ডা. এস এ মালেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন; এ কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত প্রয়াত এস এ মালেকের স্মরণসভায় এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি ওই স্মরণসভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।
এস এ মালেকের বর্ণাঢ্য রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডা. এস এ মালেক ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। জাতির পিতার আদর্শ নিয়েই দেশ পরিচালনা করছেন তিনি। তার লক্ষ্য ছিল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
/এমএন