Site icon Amra Moulvibazari

আবারও ‘ফিল্মফেয়ার’ এ জয়া, হ্যাটট্রিক শেষে এবার কি নতুন রেকর্ড!

আবারও ‘ফিল্মফেয়ার’ এ জয়া, হ্যাটট্রিক শেষে এবার কি নতুন রেকর্ড!


১০ মার্চ কলকাতায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’র পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে। এই আয়োজনে গত তিনটি আসরেই সেরা অভিনেত্রীর পদক ঘরে তুলেছেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। দুইবার জিতেছেন জনপ্রিয় বিভাগে, আর শেষবার সমালোচকদের বিচারে। ফিল্মফেয়ার বাংলায় প্রাপ্তির হ্যাটট্রিক করেও থামছে না জয়ার জয়যাত্রা। টানা চতুর্থবারের মতো এবারও মনোনয়নের তালিকায় তার নাম।

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ এ এবার জয়া পেয়েছেন সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন। তার সঙ্গে লড়বেন গার্গি রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা।

চলচ্চিত্র সংশ্লিষ্টজনেরা ধারণা করছেন, এবারও জয়ার হাতেই উঠবে পুরস্কার। তেমন হলে, পরপর চারবার শ্রেষ্ঠ অভিনেত্রীর তকমা পাবেন জয়া আহসান।

এসজেড/



Exit mobile version