Site icon Amra Moulvibazari

৪৬তম বিসিএস পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

৪৬তম বিসিএস পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট


প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ ওঠায় গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

প্রশ্নফাঁসের অভিযোগে ৪৬তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন পরিক্ষার্থী বুধবার (২৩ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

এ বিষয়ে শুনানির জন্যে আগামীকাল রিটটি হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন (মেনশন) করা হবে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী শাহ নাভিলা কাশফি।

প্রশ্নফাঁসের অভিযোগে গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে এর আগে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সে নোটিশের পর যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রিটটি করা হয়েছে বলে জানান রিটের পক্ষের আইনজীবী।

এফএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version