Site icon Amra Moulvibazari

জনি ডেপের জীবনে নতুন অধ্যায়

জনি ডেপের জীবনে নতুন অধ্যায়


সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মামলায় জয়ের পর নিজেকে একটু ভিন্ন পথেই ব্যস্ত রেখেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। দীর্ঘ আইনি জটিলতা ও মানসিক ধকল কাটিয়ে উঠতে চিত্রকলা ও সংগীতের দিকে মনোনিবেশ করছেন তিনি।

সম্প্রতি লন্ডনভিত্তিক আর্ট গ্যালারির সহযোগিতায় নিজের ‘ফ্রেন্ডস অ্যান্ড হিরোস’ চিত্রকর্ম ও প্রতিকৃতি সংগ্রহের অংশ হিসেবে জনি ডেপ চার তারকার আঁকা চিত্রকর্ম বিক্রি করেছেন। লিজ টেলর, বব ডিলান, কিথ রিচার্ডস এবং আল পাচিনোর চারটি চিত্রকর্ম এবং তাদের ৮০০টি সীমিত সংস্করণের প্রিন্ট বিক্রি করেছেন জনি ডেপ, যার মূল্য উঠেছে ৩.৬ মিলিয়ন ডলার।

গত বছর শিল্পী হিসেবে নিজের প্রথম আনুষ্ঠানিক প্রচেষ্টায় এই চিত্রকর্ম এঁকেছিলেন অভিনেতা। এর আগে বব মার্লে, হিথ লেজার, রিভার ফিনিক্স এবং লেখক হান্টার এস থম্পসনের চারটি চিত্রকর্মের একটি নতুন সেট ফেব্রুয়ারিতে ক্যাসেল ফাইন আর্ট গ্যালারি থেকে প্রকাশিত হয়েছিল। প্রতিটি প্রিন্টের মূল্য ছিল সাড়ে চার হাজার ডলার।

এসজেড/



Exit mobile version