Site icon Amra Moulvibazari

ইউক্রেনে অব্যাহত রুশ হামলা, নিহত ৬

ইউক্রেনে অব্যাহত রুশ হামলা, নিহত ৬


রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের শিল্প নগরী কোস্তি-আন্তি-নিভকায় প্রাণ হারালেন কমপক্ষে ৬ জন। রোববার (২ এপ্রিল) এ হামলায় আরও ৮ জন গুরুতর আহত।

প্রশাসন জানায়, মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬টি অ্যাপার্টমেন্ট। গুড়িয়ে গেছে একটি নার্সারি স্কুলও। দাবি, এস- থ্রি হান্ড্রেড ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল এবং উরগান রকেট ব্যবহৃত হয়েছে হামলায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুত থেকে মাত্র ২৭ কিলোমিটার পশ্চিমে এই শহর।

ইউক্রেনীয় সেনাবহরের আশঙ্কা, এই পথে ঘেরাও করার চেষ্টা করছে দখলদাররা। রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে শহরটির জনসংখ্যা ছিল ৭০ হাজার। একইদিন মেলিটোপলেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। মূলত শহরের রেললাইন ছিল হামলার টার্গেট।

এটিএম/



Exit mobile version