দুমাস আগেও করোনা ভাইরাস ইস্যুতে গা ছাড়া ভাব ছিল ট্রাম্প প্রশাসনের। কিন্তু সময়ের সাথে প্রাণঘাতী মহামারি টির হটস্পটে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার একদিনেই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করলো মার্কিন যুক্তরাষ্ট্র।
এর মাঝে সবচেয়ে ঝুঁকিতে নিউইয়র্ক। রাজ্যটিতে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। ঝুঁকির তালিকায় রয়েছে নিউ জার্সি, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনের মতো রাজ্যগুলো। তাই আতঙ্কে রয়েছেন বাংলাদেশি প্রবাসীরা।
ভয়াবহ পরিস্থিতি এড়াতে সরকারি নির্দেশনা মানা এবং সতর্কতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করছেন স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মীরা।
করোনা ভাইরাস প্রতিনিয়ত রূপ পরিবর্তন করছে। তারই ফলশ্রুতিতে প্রবীণদের পাশাপাশি আক্রান্ত বহু মার্কিন তরুণ কিশোর। যাদের সতর্ক হওয়ার আহবান গভর্নরের।
যুক্তরাষ্ট্রে বর্তমানে সোয়া ২ লাখের বেশি মানুষ ছোঁয়াচে এই রোগে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ৫ হাজার মানুষ। হোয়াইট হাউজের শঙ্কা ধারণার তুলনায় বহুগুণে বাড়বে এই শঙ্কাগুলো।