Site icon Amra Moulvibazari

মাঠেই নারী রেফারিকে ঘুষি মারলেন আর্জেন্টাইন ফুটবলার, আজীবন নিষিদ্ধ

মাঠেই নারী রেফারিকে ঘুষি মারলেন আর্জেন্টাইন ফুটবলার, আজীবন নিষিদ্ধ


ছবি: সংগৃহীত

নারী রেফারির সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে তাকে তাকে ঘুষি মেরে বসেন আর্জেন্টিনার ফুটবলার ক্রিস্টিয়ান তিরোনে। আর্জেন্টিনার ঘরোয়া তৃতীয় বিভাগের আঞ্চলিক লিগে ইন্দিপেনদিনসিয়া ও গারমেনেসের মধ্যকার ম্যাচে ঘটেছে এমন ঘটনা ঘটেছে।

একটি ভিডিওতে দেখা যায়, রেফারি কোরতাদির দেয়া হলুদ কার্ডের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে তাকে পেছন থেকে মারতে আসেন তিরোনে। এ সময় রেফারির মাথা বরাবর ঘুষি মারলেও তা গিয়ে লাগে ঘাড়ে। আঘাতের তীব্রতায় মাটিতে লুটিয়ে পড়েন নারী রেফারি দালমা কোরতাদি। স্থানীয় একটি হাসপাতালে বেশ কয়েক ঘণ্টা শুশ্রূষার পর সেরে ওঠেন তিনি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর ম্যাচটিও বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: বিপিএলের সময় বিদেশি লিগে খেলতে পারবেন সাকিব-মোস্তাফিজরা?

এদিকে ঘটনার পরপরই তিরোনেকে গ্রেফতার করেছে পুলিশ। ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে এরই মধ্যে আজীবন নিষিদ্ধ করেছে তার দল গারমেনস।

সূত্র: ইএসপিএন।

জেডআই/



Exit mobile version