Site icon Amra Moulvibazari

আইএসের শীর্ষ নেতাকে পাকড়াওয়ের দাবি মার্কিন বাহিনীর

আইএসের শীর্ষ নেতাকে পাকড়াওয়ের দাবি মার্কিন বাহিনীর


সিরিয়ায় ইসলামিক স্টেট, আইএসের শীর্ষ এক নেতাকে পাকড়াওয়ের দাবি করেছে দেশটিতে অভিযানরত মার্কিন নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার (১৬ জুন) জোটের এক বিবৃতিতে নিশ্চিত করা হয় এ তথ্য।

তারা জানায়, উত্তরাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে আলেপ্পো প্রদেশে অভিযান চালিয়ে ধরা হয় হানি আহমেদ আল-কুর্দি নামের ওই নেতাকে। দুটি হেলিকপ্টার নিয়ে মাত্র সাত মিনিটের অভিযানে তাকে তুলে নেয়া হয়।

শক্তিশালী বোমা তৈরিতে অন্যতম অভিজ্ঞ হিসেবে গণ্য করা হয় হানি আহমেদকে। তিনি বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন বলেও জানায় যুক্তরাষ্ট্র। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে পরিকল্পিতভাবে অভিযানটি চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে স্থানীয়রা বলছেন, বাড়িটিতে বাস করতো বাস্তুচ্যুত মানুষ। সেখান থেকে ফাওয়াজ নামের একজনকে তুলে নেয়া হয়েছে বলেও দাবি তাদের।

/এডব্লিউ



Exit mobile version