Site icon Amra Moulvibazari

বেলুন নয়, এবার ভারতে ধরা পড়লো ‘গুপ্তচর কবুতর’!

বেলুন নয়, এবার ভারতে ধরা পড়লো ‘গুপ্তচর কবুতর’!


সম্প্রতি বিভিন্ন দেশে গুপ্তচর বেলুন নিয়ে হৈচৈ শুরু হয়েছে। এবার ভারতে পাওয়া গেলো তেমনই এক নজরদারী ডিভাইস। তবে তা বেলুন নয়, একটি কবুতর। তার পায়ে লাগানো একটি ছোট্ট ক্যামেরা। গায়ে লেখা কিছু সাংকেতিক শব্দও। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (৬ মার্চ) উড়িষ্যার উপকূলে এই কবুতরটি দেখতে পান একজন জেলে।

ওই মৎস্যজীবী জানান, মাছ শিকারের সময় হঠাৎ কবুতরটি তার নৌকায় এসে বসে। বিষয়টি প্রথমে সাধারণ মনে হলেও সেটির পায়ের দিকে তাকিয়ে হকচকিয়ে যান তিনি। পায়ে বাঁধা ছোট্ট একটি ক্যামেরা। বিষয়টি বুঝতে পেরে সাথে সাথেই ক্যামেরাটি ঢেকে দেন তিনি। এমনকি কবুতরটির গায়ে বিদেশি ভাষায় সাংকেতিক কিছু শব্দও লেখা রয়েছে লাল ও নীল রঙের কালিতে। ওই মৎস্যজীবীর দাবি, চীনা ভাষায় ও উর্দু অক্ষরে সাংকেতিক শব্দ লেখা রয়েছে তাতে। এর পরই তিনি ওই কবুতরটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

বুধবার কবুতরটি হাতে পাওয়ার পর তার পায়ে বাঁধা ক্যামেরা পরীক্ষা করেছে ভারতের মেরিন পুলিশ। তারা জানিয়েছে, ওই ক্যামেরাটি একটি জিপিএস যন্ত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছিল। তবে কোথা থেকে কারা ওই কবুতরটি পাঠিয়েছে, তাদের উদ্দেশ্য কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এসজেড/



Exit mobile version