Site icon Amra Moulvibazari

অগ্নিসন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর


ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় বক্তব্যরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অগ্নিসন্ত্রাসী-খুনীরা যাতে আর দেশের মাটিতে ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ মে) ওয়াশিংটন ডিসির একটি হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, অনেকে ভাবেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তবে শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা উল্লেখ করেন, প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে। গড়ে তোলা হবে দক্ষ জনশক্তি। প্রধানমন্ত্রীর আশাবাদ, আধুনিক প্রযুক্তির জ্ঞানসম্পন্ন জনশক্তিতে ভর করে আগামী দিনে এগিয়ে যাবে বাংলাদেশ।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো ও তাদের দেশীয় দালালরাই ১৯৭৫ এর হত্যাকাণ্ড ঘটিয়েছিলো। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। তবে দুঃখের বিষয় হলো, খুনি রাশেদ এখনও আমেরিকায় আশ্রয় নিয়ে আছে। কানাডায় খুনি নূর চৌধুরীসহ আরও ৫ জনকে এখনও শাস্তির আওতায় আনা যায়নি।

/এসএইচ



Exit mobile version