Site icon Amra Moulvibazari

ভারতে ৫০টি ফুটবল মাঠের সমান ময়লার ভাগাড়ে আগুন

ভারতে ৫০টি ফুটবল মাঠের সমান ময়লার ভাগাড়ে আগুন


ছবি: সংগৃহীত

ভারতে ৫০টি ফুটবল মাঠের সমান ভালসওয়া ল্যান্ডফিল নামক একটি ময়লার ভাগাড়ে তীব্র আগুন লেগেছে। আগ্নিকাণ্ডের জেরে তীব্র বায়ুদূষণের আশঙ্কা দেখা দিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। মঙ্গলবার (২৬ এপ্রিল) এ আগুনের সূত্রপাত হয়।

আগুনের পর কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে গোটা এলাকা। ফলে আশপাশের এলাকাগুলোতে অনেকের দেখা দিয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা। বন্ধ রাখা হয়েছে আশপাশের বেশ কয়েকটি স্কুল। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে ল্যান্ডফিলটি বিশালাকৃতির হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

আরও পড়ুন: করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হামলাকারী ছিলেন দুই সন্তানের মা, চিকিৎসক স্বামী বললেন ‘গর্বিত’

ভারতের চতুর্থ বৃহত্তম ময়লার ভাগাড় ভালসওয়ায়। যার আয়তন অন্তত ৫০টি ফুটবল মাঠের সমান। অন্তত ৮০ লাখ টন ময়লার স্তূপ রয়েছে সেখানে। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। সূত্র: হিন্দুস্থান টাইমস।

জেডআই/



Exit mobile version