Site icon Amra Moulvibazari

লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বিপৎসীমার ওপরে

লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বিপৎসীমার ওপরে


লালমনিরহাট প্রতিনিধি:

ভারি বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে (শুক্রবার সকাল ৬টায়) তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ও শিমুলবাড়ী পয়েন্টে ধরলা নদীর পানি ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী চরাঞ্চলসহ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, পানি বৃদ্ধির ফলে ব্যারাজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এতে ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে বাদাম, সবজিসহ নানা ফসলি জমি।

ইউএইচ/



Exit mobile version