Site icon Amra Moulvibazari

‘জলাবদ্ধতা নিরসনে রাজধানীতে অবকাঠামোগত উন্নয়ন করায় নগরবাসী সুফল পাচ্ছে’

‘জলাবদ্ধতা নিরসনে রাজধানীতে অবকাঠামোগত উন্নয়ন করায় নগরবাসী সুফল পাচ্ছে’


জলাবদ্ধতা নিরসনে রাজধানীর ১৩৬টি পয়েন্টে অবকাঠামোগত উন্নয়ন করায় নগরবাসী সুফল পাচ্ছে বলে দাবি করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বলেন, আগামী বর্ষা মৌসুমেও জলাবদ্ধতা রোধে ব্যাপক কার্যক্রম নেয়া হয়েছে।

বুধবার (৩ মে) সকালে কলাবাগানে নিয়মিত পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, এখন নর্দমার অবকাঠামো উন্নয়নের কাজও নিয়মিত পরিষ্কার করা হয়। নগরবাসী এ বছর এর সুফল পাবে। এই মৌসুমে কোথাও জলাবদ্ধতা হবে না বলেও দাবি করেন তিনি।

এর আগে, মেহরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন করেন তিনি। এছাড়া শহীদ শামসুন নেছা আরজু মনি শিক্ষাবৃত্তি প্রদান করেন দক্ষিণের মেয়র। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, সড়ক বিভাজনে উন্নয়নের জন্য যে পরিমাণ গাছ কাটা পড়েছে তার তিনগুণ গাছ রোপণ করা হবে। চলতি বছর ৩০ লাখ টাকার গাছ রোপণের পরিকল্পনা আছে করপোরেশনের বলেও জানান তিনি।

ইউএইচ/



Exit mobile version