Site icon Amra Moulvibazari

বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ

বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সাথে আজীবনের মতো জড়িয়ে আছে হায়দরাবাদ শহরের নাম। আরও স্পষ্ট করে বললে এই শহরের মাঠ লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম। এই মাঠেই প্রথম একদিনের আন্তর্জাতিক ম‍্যাচ জিতেছিলো বাংলাদেশ। ১৯৯৮ সালে কোকা কোলা কাপে কেনিয়াকে এখানেই হারিয়ে প্রথম ওয়ানডে জয়ের কীর্তি গড়েছিলো টাইগাররা।

১৬৮৭ সালে আট মাসের গোলকুন্ডা অবরোধের সময় মোগল সৈন্যরা একটি বিস্তীর্ণ খোলা মাঠে শিবির স্থাপন করেছিল। তাদের বিজয়ের পর এই মাঠের নামকরণ করা হয় ফতেহ ময়দান (বিজয় স্কয়ার)। বিশ্বকাপের ম্যাচসহ ১৪টি ওয়ানডে ও ৩টি টেস্টের আয়োজক এই মাঠ।

তবে নতুন শতাব্দীর প্রথম দশকে হায়দরাবাদের ক্রিকেটের প্রধান ফোকাস হয়ে ওঠে নতুন স্টেডিয়াম রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়াম। এর আগে ২০০৫ সাল পর্যন্ত লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামই ছিলো এই শহরের ক্রিকেটের কেন্দ্রবিন্দু।

রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়াম যেহেতু আছে, স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন আরেকটা স্টেডিয়ামের জন্য অত টাকা খরচ করবেই কেন! আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ভেন্যু রাজিব গান্ধি স্টেডিয়ামেই আগামীকাল বাংলাদেশ দল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলবে। এখানে নিয়মিত হয় ভারতীয় দলের বড় বড় ম্যাচের আয়োজনও। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম এখন শুধুই অতীত।

/এমএইচআর



Exit mobile version