Site icon Amra Moulvibazari

সায়েন্সল্যাব বিস্ফোরণে আহত ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সায়েন্সল্যাব বিস্ফোরণে আহত ঢাবি শিক্ষার্থীর মৃত্যু


রাজধানীর নিউ মার্কেট থানার সায়েন্সল্যাবের একটি তিন তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাবি শিক্ষার্থী নূর নবী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নূর নবীর ভাই আলী হোসেন বলেন, সায়েন্সল্যাবে বিস্ফোরণে গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আমার ভাই। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে (বেড-২৩) আমার ভাই মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেকটর বাচ্চু মিয়া বলেন, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর নবী আইসিইউতে মারা গেছেন। মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে মারা যান তিনি।

উল্লেখ্য, গত ৫মার্চ সকালে বিস্ফোরণের সময় ভবনের নিচে থাকায় মাথার ওপর ভারী কিছু পড়ে আহত হন নূর নবী। এতে তার মাথা ফেটে যায় ও ডান পা ভেঙে যায়। নূর নবী ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

/এসএইচ



Exit mobile version