Site icon Amra Moulvibazari

তাপমাত্রা সহনশীল রাখতে আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়র আতিকের

তাপমাত্রা সহনশীল রাখতে আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়র আতিকের


‘উষ্ণতা নিয়ন্ত্রণ’ বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যরত মেয়র আতিক।

নগরের তাপমাত্রা সহনশীল রাখতে আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৩ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নগরের তাপ নিরসনে ‘উষ্ণতা নিয়ন্ত্রণ’ বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। জানান, ডিএনসিসির উঞ্চতা নিয়ন্ত্রণ বিভাগের কার্যক্রমে সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা আরশট- রকফেলার পাশাপাশি কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মেয়র আতিক জানান, নগর সম্প্রসারণে কোথাও গাছ টাকা হলে, তার বিপরীতে নতুন করে গাছ লাগানো হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও বলেন মেয়র।

ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, সবাইকে নিয়ে কাজ না করলে কিছুই টিকবে না। এজন্য আমরা চাই, স্থানীয় কমিকশনারদের মাধ্যমে প্রত্যেকটা কমিউনিটিকে যুক্ত করে বৃক্ষরোপন করতে।

এ সময় নগরের ভারসম্য রক্ষায় নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে গাবতলীতে বিএডিসি’র জলাধার ভরাট থেকে সরে না আসলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার কথা জানান মেয়র আতিক।

/এসএইচ



Exit mobile version