Site icon Amra Moulvibazari

ঝিনাইদহ কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহ কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে আজিম হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় মালীয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালক আজিম হোসেন ওই গ্রামের রমজানের ছেলে। ঘাতক ওই এলাকার সংরক্ষিত মহিলা মেম্বার নিলুফা ইয়াসমিন ও ইসরাইল হোসেন দম্পতির ছেলে মেহেদী হাসান তুফান।

প্রাথমিকভাবে জানা গেছে, আজ সন্ধ্যায় পারিবারিক জমিজমা সংক্রান্ত ব্যাপারে তুফান ও আজিমের ঝগড়া হয়। এ সময় তুফান তার চাচাতো ভাই আজিমকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএআর/



Exit mobile version