Site icon Amra Moulvibazari

করোনার সতর্কতায় খুলনায় বুধবার থেকে দূরপাল্লার বাস বন্ধ (COVID 19)

করোনার সতর্কতায় খুলনায় বুধবার থেকে দূরপাল্লার বাস বন্ধ (COVID 19)

করোনার সতর্কতার অংশ হিসেবে বুধবার থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা দিয়েছে খুলনা বাস সমিতি ও মটর’স ইউনিয়ন ।

বুধবার সকাল ছয়’টা থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে । তবে আন্তঃ জেলা বাস চলাচল স্বাভাবিক থাকবে । নেতারা জানান , জাতীয় পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।সভায় সবাইকে সতর্কভাব চলাফেরার আহবান জানানো হয় ।

Exit mobile version