Site icon Amra Moulvibazari

খুলনায় ১৮৯ পিস ইয়াবাসহ যুবক আটক

খুলনায় ১৮৯ পিস ইয়াবাসহ যুবক আটক


খুলনা ব্যুরো:

খুলনায় ১৮৯ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদক বিরোধী টাস্ক ফোর্স। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে ইমতিয়াজ শেখ রনি নামের ঐ যুবককে আটক করা হয়। রনি গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহর আপন ভাই ওলিউল্লাহর ছেলে বলে জানা গেছে।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন জানান, রনির ঘর থেকে ১৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ওই বাড়িটি গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহদের। তিনি এর আগে খুলনা জেলার পুলিশ সুপার ছিলেন। এখন সেখানে তার ভাইয়েরা থাকেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, আটক রনিকে দৌলতপুর থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএইচ



Exit mobile version