Site icon Amra Moulvibazari

মৌলভীবাজারে যুক্তরাজ্য নারীর মৃত্যু করোনায় এবং পর্যবেক্ষকারী নার্স ও স্টাফ মিলে ৭ জনকে হােম কোয়ারেন্টাইনে

মৌলভীবাজারে যুক্তরাজ্য নারীর মৃত্যু করোনায় এবং পর্যবেক্ষকারী নার্স ও স্টাফ মিলে ৭ জনকে হােম কোয়ারেন্টাইনে

{"source_sid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1584963266278","subsource":"done_button","uid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1584963266265","source":"other","origin":"gallery"}

যুক্তরাজ্য প্রবাসী নারীর মৃত্যু হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। ধারনা করা হচ্ছে করােনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন । প্রায় ১ মাস পূর্বে রেজিয়া বেগম ( ৬০ ) নামের এই নারী দেশে আসেন যুক্তরাজ্য হতে । মৌলভীবাজার শহরের কাশিনাথ রােডের (এম.আর.ভিলা) নামের নিজস্ব বাসায় বসবাস করতেন লন্ডন প্রবাসী এই নারী।আত্নীয়দের কাছ থেকে জানা যায়, গতকাল ২২ মার্চ দুপুর দেড় টার দিকে রেজিয়া বেগমকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তারাতারি করে সদর হাসপাতাল থেকে আত্মীয়স্বজনরা শহরের লাইফলাইন হাসপাতালে নিয়ে যান । সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘােষনা করেন । পরে লাশ কাশিনাথ রােডের বাসায় নিয়ে গোসল শেষে কাপনের কাপড় পরিয়ে রাত ৯টার দিকে একটি ফ্রিজিং গাড়ীতে রাখা হয় ।

আজ ২৩ মার্চ দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ভাদগাঁও গ্রামে স্বামীর বাড়ি নেয়া হয় । ওখানে নিয়ে যাবার পরে প্রায় দুপুরে ২টায় গাড়ীতে রাখা অবস্থায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । পরে তার লাশ নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার উপজেলার গিয়াস নগরে । সেখানে বিকেল ৩ টায় ২য় জানাজা শেষে মাদ্রাসার পাশে লাশ দাফন করা হয় । এ ঘটনার পর শহরের কাশিনাথ রােডের আশাপাশের টি  বাসা লক ক‌রে‌ছে প্রশাসন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক , নার্স ও স্টাফ মিলে ৭ জনকে হােম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । মৃত্যুবরণকারী প্রবাসী রেজিয়া বেগমের আত্মীয়রা

 

শহরের কাশীনাথ রোডে পুলিশ জরুরী অবস্থান নি‌য়ে‌ছে। এলাকায় আগমন বহির্গমন সাময়িকভাবে নিয়ন্ত্রন ক‌রে‌ছে প্রশাসন ।

Exit mobile version