করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো এক জনের প্রাণ গেছে। এছাড়া আরো নতুন ছয়জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জন। এদের বেশির ভাগই বিদেশ ফেরতদেরত সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে।
মোট আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দুই জন নার্সও রয়েছেন। এই তথ্যটি আজ দুপুরে আইইডিসিয়ার কতৃক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এ জানানো হয়।
সারা বিশ্বে বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। একের এক দেশ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২ হাজার ৭৮৪ জন মারা গেছেন। সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ্য ৯২ হাজার ১৪২ জন। এক দিনে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৬৯ জন।
বর্তমানে করোনা ভাইরাসের কারণে সব চেয়ে খারাপ অবস্থা ইউরোপে। ইতালি ও স্পেনে বেড়েই চলছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে ইতালিকে সাহায্য করছে চীন ও কিউবা।
এদিকে হঠাৎ করেই করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। একদিনের ব্যবধানে দেশটিতে প্রাণ গেছে দেড় শতাধিক। আক্রান্ত হয়েছে ১৩শ’র বেশি মানুষ। মৃত্যু আর সংক্রমণের লাগাম টানতে হিমশিম খাচ্ছে প্রশাসন।