Site icon Amra Moulvibazari

বাংলাদেশে করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু; মোট আক্রান্ত ৩৩ জন

বাংলাদেশে করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু; মোট আক্রান্ত ৩৩ জন

coronavirus

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো এক জনের প্রাণ গেছে। এছাড়া আরো নতুন ছয়জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জন। এদের বেশির ভাগই বিদেশ ফেরতদেরত সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে।
মোট আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দুই জন নার্সও রয়েছেন। এই তথ্যটি আজ দুপুরে আইইডিসিয়ার কতৃক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এ জানানো হয়।

সারা বিশ্বে বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। একের এক দেশ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২ হাজার ৭৮৪ জন মারা গেছেন। সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ্য ৯২ হাজার ১৪২ জন। এক দিনে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৬৯ জন।
বর্তমানে করোনা ভাইরাসের কারণে সব চেয়ে খারাপ অবস্থা ইউরোপে। ইতালি ও স্পেনে বেড়েই চলছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে ইতালিকে সাহায্য করছে চীন ও কিউবা।

এদিকে হঠাৎ করেই করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। একদিনের ব্যবধানে দেশটিতে প্রাণ গেছে দেড় শতাধিক। আক্রান্ত হয়েছে ১৩শ’র বেশি মানুষ। মৃত্যু আর সংক্রমণের লাগাম টানতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

Exit mobile version