ব্রাজিলে ধসে পড়া ভবন থেকে নাটকীয়ভাবে শিশুসহ চার জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২ মে) রিও ডি জেনিরোতে ঘটেছে লোমহর্ষক এই ঘটনা। তবে এ ঘটনায় ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয়েছেন একজন। খবর আল জাজিরার।
উদ্ধারকারীরা জানায়, সোমবার তিনতলা বিশিষ্ট ভবনটি ধসে ভেতরে আটকা পড়েন কয়েকজন। ২৪ ঘণ্টার বেশি সময় অভিযান চালিয়ে এক শিশুসহ চারজনকে জীবিত বের করে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।
ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৬০ কর্মী। চলছে ধ্বংসস্তূপ সরানোর কার্যক্রম।
এসজেড/