Site icon Amra Moulvibazari

কামড় দেয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে ব্যক্তি 

কামড় দেয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে ব্যক্তি 


প্রতীকী ছবি

যশোর করেসপনডেন্ট: 

সাপের কামড়ে আক্রান্ত কুদ্দুস খান (৫৫) এক ব্যক্তি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। যে সাপ তাকে কামড়ে দেয় সেটা সঙ্গে নিয়েই তিনি হাসপাতালে আসেন। পরে চিকিৎসকরা চিহ্নিত করেন সাপটি রাসেল ভাইপার। পরে তাকে অ্যান্টি ভেনম দেয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে এই ঘটনা ঘটে। কুদ্দুস খান জানান, সন্ধ্যায় বাড়ির পাশে ইছামতী নদীতে মাছ ধরছিলেন। এ সময় তার বাঁ পায়ে সাপ কামড় দেয়। এ সময় হাতে থাকা মাছ ধরার চাবুক দিয়ে পিটিয়ে সাপটি মেরে ফেলেন।

পরে তিনি মহেশপুর ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের কাছে সাপে কাটা কোনো অ্যান্টি ভেনম নেই বলে জানান। পরে রাত সাড়ে তিনটার দিকে যশোর হাসপাতালে ভর্তি হন। রাত চারটার দিকে অ্যান্টি ভেনম দেয়া হয়। 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক সাজ্জাদুল করিম বলেন, গভীর রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেল ভাইপার বলে চিহ্নিত করি। সেই হিসেবে তাকে অ্যান্টি ভেনম দেয়া হয়েছে। তারপরও আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি।

/এনকে



Exit mobile version