Site icon Amra Moulvibazari

বিক্ষোভে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর গাড়িবহর আটকানোর পরিকল্পনা

বিক্ষোভে উত্তাল ইসরায়েল, নেতানিয়াহুর গাড়িবহর আটকানোর পরিকল্পনা


বিচার বিভাগীয় সংস্কার আইনের বিরুদ্ধে বিক্ষোভে আবারও উত্তাল হলো ইসরায়েল। বৃহস্পতিবার (৯ মার্চ) ‘স্বৈরতন্ত্র বিরোধী প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করে আন্দোলনকারীরা। খবর এপির।

তেল আবিবে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় লাখো মানুষ। স্কুল বন্ধ দিয়ে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থী ও অভিভাবকরাও। আন্দোলন ছড়িয়েছে অন্যান্য শহরেও। দেশজুড়ে প্রধান সড়ক ও রেলস্টেশনগুলো অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। বালুর বস্তা ও কাটাতার দিয়ে আটকে রেখেছে রাস্তা। বিমানবন্দরমুখী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর আটকানোর পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের।

বৃহস্পতিবারই রোমের উদ্দেশে দেশ ছাড়ার কথা নেতানিয়াহুর। বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে দুই মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে ইসরায়েলে। নতুন আইন বাস্তবায়ন হলে, কমবে বিচার বিভাগের ক্ষমতা। আদালতের ওপর জোরালো হবে রাজনৈতিক নিয়ন্ত্রণ।

এটিএম/



Exit mobile version