Site icon Amra Moulvibazari

শিগগিরই ইইউর সদস্যপদ পাচ্ছে ইউক্রেন

শিগগিরই ইইউর সদস্যপদ পাচ্ছে ইউক্রেন


ইউক্রেনকে খুব শিগগিরই দেয়া হবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ। বৃহস্পতিবার (১৬ জুন) কিয়েভ সফরকালে এ আশ্বাস দেন ইউরোপের শীর্ষ ৪ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বিবিসির খবের জানাচ্ছে এমন তথ্য।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, ইউক্রেন ইতিমধ্যে ইউরোপিয়ান পরিবারের সদস্য। তবে জোটে যোগদানের মাণদণ্ড পূরণে এখনও অনেকটা পথ বাকি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন আশ্বস্ত করেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত কিয়েভের পাশেই রয়েছে ইউরোপের দেশগুলো।

যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি অভিযোগ তোলেন, ইউরোপে ফাটল ধরানোর জন্যেই এ হামলা চালিয়েছে রাশিয়া। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ সম্পর্ক। রণক্ষেত্রে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক এবং শক্তিশালী অস্ত্র সরবরাহের দাবি তোলেন তিনি। পূর্বাঞ্চলে এখনও রাশিয়াকে ঠেকাতে লড়ছেন ইউক্রেনীয় সেনারা।

/এডব্লিউ



Exit mobile version