রাজধানীর আগাঁরগাও এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করার সময় বাসের চাপায় কাফরুল থানার এক এএসআই নিহত হয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম। বুধবার রাত আটাটর দিকে এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, আগাঁরগাও নয় নম্বর গেটের সামনে ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীকে ধাওয়া করে এএসআই জাহাঙ্গীর আলম সহ পুলিশের একটি দল। এসময় আলিফ পরিবহনের একটি বাস জাহাঙ্গীর আলমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসটি জব্দ করা হলেও পালিয়ে যায় এর চালক ও সহকারি। নিহত জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ায়। এএসআই জাহাঙ্গীর আলম এক সন্তানের বাবা।