Site icon Amra Moulvibazari

কিয়েভে রাশিয়ার হাইপারসনিক কিনঝাল মিসাইল নিক্ষেপ

কিয়েভে রাশিয়ার হাইপারসনিক কিনঝাল মিসাইল নিক্ষেপ


ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। গোলাবর্ষণ ও মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশত স্থাপনা। কর্তৃপক্ষ বলছে, রাশিয়ার হামলায় রাজধানীর প্রায় ৪০ শতাংশ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। খবর এপির।

বৃহস্পতিবার ভোর থেকে রাশিয়া অন্তত ৮০ টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এরমধ্যে ছয়টি হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র রয়েছে। হামলা হয় নিপ্রো-সামি-লভিভ’সহ আরও ৭টি শহরে। বাখমুত দখলে যখন প্রাণপন লড়াই চলছে; ঠিক সেই মুহূর্তে বিশালাকার অভিযান চালালো পুতিনের সেনা দল।

কিয়েভ ছাড়াও হামলা হয়েছে কৃষ্ণ সাগরীয় বন্দর অঞ্চল ওডেসা এবং দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে। এ দুটি অঞ্চলেও বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া যুদ্ধের সম্মুখভাগ থেকে দূরের শহরগুলোতেও বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এটিএম/



Exit mobile version