Site icon Amra Moulvibazari

মৌলভীবাজার নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজার নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 

শাহরিয়ার খাঁন সাকিব: দেশ বরেণ্য স্বনামধন্য, সৎ নির্ভীক সাংবাদিক, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকদের উপর আজব ও কাণ্ডজ্ঞানহীন মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১১ টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব এর সভাপতিত্বে ও শেখ বোরহান উদ্দিন (রহঃ)  ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, বিশিষ্ট ব্যবসায়ী ডা. এম, এ আহাদ, সৈয়দ কুদরত উল্লা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সচেতন নাগরিক ফোরামের সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক, রাজনীতিবিদ হেলু মিয়া, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম, বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দৈনিক মানবজমিন  স্টাফ রিপোর্টার মৌলভীবাজার মোঃ ইমাদ উদ্দিন , প্রবীণ সাংবাদিক সৈয়দ  রুহুল আমীন, প্রেসক্লাব মৌলভীবাজারের সাবেক সাধারণ সম্পাদক এস, এম উমেদ আলী, এটিএন বাংলা মৌলভীবাজার জেলা প্রতিনিধি মহসিন পারভেজ, দৈনিক প্রথম আলো মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুর ইসলাম মুহিব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাহ অলিদুর রহমান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মোঃ আজাদুর রহমান, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি বকসী মিছবাহ উর রহমান, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক এম, এ হামিদ, দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ।

জেলা ব্যাপী মেধা যাচাই পরিক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক আব্দুল মুত্তাকীন শিপলু, জাতীয় ছাত্র মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মাদ আব্দাল হোসাইন, ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন সভাপতি ওয়াসিম আহমেদ নিশান, দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মাদ মেরাজ, ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম মান্না, হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল হোসাইন জুমান, ভাই ব্রাদার্সের সামাজিক সংগঠনের সভাপতি মুন্না আহমদ, হিলফুলফুযুল ইসলামী যুব সংঘের সাধারণ সম্পাদক সিরাজুল হাসান, আলোর শক্তি সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হৃদয় খাঁন হুমায়ুন, বন্ধুনীড় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম, হাবিবুর রহমান হাবিব, মৌলভীবাজার ছাত্র কমিউনিটির সভাপতি সাব্বির চৌধুরী, সাধারণ সম্পাদক রনি আহমেদ, সমাজকর্মী ওমর ফারুক জুয়েল,  সুহেল আহমদ, শাহ ওমর আলী, শেখ মোহাম্মদ মারুফ,আহমেদ শান্ত , সবুজ আহমদ, সৈয়দ তাহসান রাহিন, আবুল বাশার নাছিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকদের উপর মিথ্যা ও হয়রানীমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

Exit mobile version