লেবাননের দক্ষিণাঞ্চলে ট্যাংক থেকে গোলা ছুড়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর অভিযোগ, লেবানন থেকে চালানো রকেট হামলার জবাবেই গোলাবর্ষণ করেছে তারা।
ওয়াশিংটন পোস্টের সংবাদে বেনেট প্রশাসনের বরাতে বলা হয়, সোমবার (২৫ এপ্রিল) সকালে উত্তরাঞ্চলে পড়ে রকেটটি। তাতে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। কেউ দায় স্বীকার না করলেও, সশস্ত্র সংগঠ হিজবুল্লাহর দিকেই যাচ্ছে অভিযোগ। স্থানীয় গ্রামগুলোর বাসিন্দারা জানান, অজ্ঞাত রকেট হামলার জবাবে ১০ থেকে ১৫টি গোলাবর্ষণ করেছে ইসরায়েল।
আল-আকসা ঘিরে চলমান সহিংসতার মধ্যেই সীমান্তে শুরু হলো নতুন উত্তেজনা। গেলো বছরও এপ্রিল মাসে ১১ দিনের সংঘাতে জড়ায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই সংঘাতে প্রাণ হারায় কমপক্ষে ১৭৬ জন।
/এডব্লিউ