Site icon Amra Moulvibazari

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান স্ত্রী নাফিজা (৪৫)। এর এক ঘণ্টা পর মারা যান স্বামী শাহাবুদ্দিন (৫৫)।

শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়া এলাকার সোলায়মান হোসেনের ছেলে। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

শাহাবুদ্দিনের ছোট ভাই শাহাদাৎ হোসেন জানান, তার ভাবি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। আর তার ভাইও হৃদরোগে আক্রান্ত ছিলেন। দুপুরের পর তার ভাবি অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, নাফিজার মরদেহ দাফনের প্রস্তুতি নেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন শাহাবুদ্দিন। পরে তাকে বিকেল ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউএইচ/



Exit mobile version