Site icon Amra Moulvibazari

মালয়েশিয়ায় ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ, বাংলাদেশি রেস্তোরাঁ মালিককে জরিমানা

মালয়েশিয়ায় ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ, বাংলাদেশি রেস্তোরাঁ মালিককে জরিমানা


আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) একজন কর্মকর্তাকে ঘুষ দেয়ার অপরাধে বাংলাদেশি রেস্তোরাঁর মালিককে জরিমানা করা হয়েছে। দেশটির পেরাকের ইপোহ দায়রা আদালত ৩০ হাজার রিঙ্গিত জরিমানার আদেশ দিয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) এ আদেশ দেন দায়রা আদালত।

অভিযুক্ত বাংলাদেশি শাজাহান আলী রেজাউল (৩৭) অভিযোগে দোষ স্বীকার করলে বিচারক দাতুক ইব্রাহিম ওসমান তাকে জরিমানার সাজা দেন। জরিমানা দিতে ব্যর্থ হলে অভিযুক্তকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯-এর ধারা ৪০(১)(এ) এর অধীনে মালয়েশিয়া সরকারকে ঘুষের অর্থ হিসেবে দেয়া সেই ১০ হাজার রিঙ্গিতও বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগপত্র অনুসারে জানা যায়, বাংলাদেশি ওই ব্যক্তি গত ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) কমপ্লেক্স, পারস্যারান মেরু উতামার পেরাক জিআইএম অফিসে ইমিগ্রেশন অফিসারকে ১০ হাজার রিঙ্গিত নগদ ঘুষ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। অর্থের বিনিময়ে ইমিগ্রেশন অফিসার যেন তার অধিনস্থ ১৩ জন শ্রমিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেন তাই তিনি ঘুষ দিয়েছিলেন।

অভিযুক্ত বাংলাদেশিকে দেশটির দণ্ডবিধির ২১৪ ধারার অধীনে অভিযুক্ত করা হয়। যাতে জরিমানাসহ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এই অভিযোগের প্রসিকিউশনটি পরিচালনা করেন এমএসিসি প্রসিকিউটিং অফিসার শারুল আজুয়ান গাজালি এবং মো. আফিক আদনান। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

/এনকে



Exit mobile version