Site icon Amra Moulvibazari

অফিস সময় শেষ হলে সফটওয়্যার বলবে বাড়ি যাও!

অফিস সময় শেষ হলে সফটওয়্যার বলবে বাড়ি যাও!


অফিস টাইমের পরও বসে কাজ করছেন কেউ এমন দৃশ্য নতুন নয়। কখনও অফিসের প্রয়োজনে আবার অনেকে কাজের নেশায়ও এমন করে থাকেন। তবে এবার কর্মীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে একটি ভারতীয় কোম্পানি তাদের ফার্মে বসিয়েছে নতুন এক সফটওয়্যার। খবর রয়টার্সের।

ভারতের ইন্দোর শহরের ছোট্ট একটি আইটি কোম্পানি এই সফটওয়্যারটির ব্যবহার শুরু করেছে। মূলত কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করতেই এমন উদ্যোগ তাদের। কাজের সময় শেষ হলে সফটওয়্যার নিজেই বলবে আপনার শিফটের সময় শেষ, দয়া করে বাড়ি যান।

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় গলদানি বলেন, এই চিন্তাটি এসেছে মূলত কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য আনতে। যাতে করে কর্মীরা তাদের পরিবার বন্ধুদের সাথে পর্যাপ্ত সময় কাটাতে পারে।

এর আগে ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করা স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়।

এটিএম/



Exit mobile version