Site icon Amra Moulvibazari

বিশ্বব্যাংকের ঋণ পূর্বনির্ধারিত, প্রধানমন্ত্রীর সফরের ফলাফল জিরো: ফখরুল

বিশ্বব্যাংকের ঋণ পূর্বনির্ধারিত, প্রধানমন্ত্রীর সফরের ফলাফল জিরো: ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ডানে)।

বিদেশ সফর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্তি কিছু নেই। বিশ্বব্যাংকের ঋণ পূর্বনির্ধারিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াঁজো কমিটি সভা শেষে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের ফলাফল জিরো। তারপরও শেখ হাসিনা মিথ্যাচার করছেন।

সরকারের মিথ্যাচার থেকে দেশ বাঁচাতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আলোচনার কথা বলে আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করে। তাই আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি লিয়াঁজো কমিটি ও এলডিপির বৈঠক হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সফরে অর্জন একদম জিরো। মিথ্যা বলে মানুষকে এক-আধদিন বোকা বানিয়ে রাখা যায়। বেশিদিন যায় না। আওয়ামী লীগ সেই কাজটিই করে যাচ্ছে। এইবার তারা ব্যর্থ হবে। এইবার জনগণ তাদের মিথ্যাচার বুঝে গেছে, জারিজুরি বুঝে গেছে। জনগণ এইবার তাদের সরিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

/এম ই



Exit mobile version