Site icon Amra Moulvibazari

আবারও জনগণকে রাস্তায় নামার আহ্বান ইমরান খানের

আবারও জনগণকে রাস্তায় নামার আহ্বান ইমরান খানের


পাকিস্তানে আবারও শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী রোববার (১৯ জুন) দেশবাসীকে রাস্তায় নামার আহ্বান জানান পিটিআই প্রধান।

ইমরান খান বলেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে হওয়া উচিৎ জোরালো প্রতিবাদ। অন্যথায় কিছুদিনের মধ্যেই প্রতিবেশী শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে হবে দেশটিকে।

ইমরানের অভিযোগ, অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থ জোট সরকার। তারা পায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফের ঋণ সহায়তাও। নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হতে থাকলে একটা সময় পাকিস্তানিদের পথে বসতে হবে।

আর এ কারণেই রোববার শ্রমিক ইউনিয়ন, সরকারি চাকরিজীবী, চিকিৎসক, প্রকৌশলী নির্বিশেষে সাধারণ পাকিস্তানিদের ধর্মঘটে যোগ দেয়ার আহ্বান জানান তিনি। গেলো মাসেই নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য শাহবাজ প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম দিয়েছিলেন ইমরান খান।

/এডব্লিউ



Exit mobile version