Site icon Amra Moulvibazari

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না: ক্রীড়া উপদেষ্টা

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না: ক্রীড়া উপদেষ্টা


বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কেউ যেন ধর্মকে আর রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তিনি খুলনায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।

এ সময় প্রথমে তিনি গল্লামারি হরি মন্দির ও পরবর্তীতে বাগমারা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন। ধর্ম নিয়ে কেউ যেন উসকানি দিতে না পারে। এ বিষয়ে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, বলেন দুর্গাপূজা উপলক্ষে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে যারা প্রতিমা ভাঙচুরসহ যেসব অপকর্ম করেছে তাদের আইনের আওতায় এনে সাজা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

/এএস



Exit mobile version