Site icon Amra Moulvibazari

করোনায় এবার বিদায় নিতে হল স্পেনিশ কোচকে

করোনায় এবার বিদায় নিতে হল স্পেনিশ কোচকে

করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ২১ বছর বয়সী ফুটবল কোচ । কোচের নাম ফ্রান্সিসকো গার্সিয়া । স্পেনের মালাগার শহরের ক্লাব আটলেটিকো পোর্তাদা আলতা-র জুনিয়র দলের কোচ ছিলেন ফ্রান্সিসকো গার্সিয়া । তবে লিউকোমিয়াতে আক্রান্ত ছিলেন এই স্পেনিশ কোচ ।

তিনি জানতেন না, করোনায় আক্রান্ত হবার পর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি রোগ লিউকোমিয়া।

এরপর কয়েক ঘন্টা পর তার মৃত্যু হয় তার । গার্সিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে তার ক্লাব আটলেটিকো পোর্তাদা আলতা ফুটবল ।

Exit mobile version