Site icon Amra Moulvibazari

নতুন পর্ষদ আমানত ফেরত দিতে গড়িমসি করছে: পিপলস লিজিংয়ে বিনিয়োগকারীদের অভিযোগ

নতুন পর্ষদ আমানত ফেরত দিতে গড়িমসি করছে: পিপলস লিজিংয়ে বিনিয়োগকারীদের অভিযোগ


দ্রুত সময়ের মধ্যে আমানত ফেরত দেয়ার দাবি জানিয়েছেন পিপলস লিজিংয়ের আমানতকারীরা। অভিযোগ করেছেন, আদালতের নির্দেশনার পরও নতুন পর্ষদ আমানত ফেরতের উদ্যোগ নেয়নি।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে পিপলস লিজিং কার্যালয়ের সামনে মানববন্ধনে এ দাবি করেন আমানতকারীরা। তারা জানান, দীর্ঘদিন দ্বারে দ্বারে ঘুরেও আমানতের অর্থ ফেরত পাচ্ছেন না। জমানো টাকা ফেরত না পেয়ে মানববেতর জীবন যাপন করছেন অনেকে। বাড়তি লাভের আশায় অনেকে পেনশনের অর্থ জমা রেখে এখন সর্বশান্ত।

আমানতকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে নতুন পর্ষদ দায়িত্ব নেয়ার পরও অর্থ ফেরত দেয়ার উদ্যোগ নেয়নি। গেলো দুই বছরে দুইশ কোটি টাকা আদায় করেছে। এর মধ্যে একশ কোটি টাকা বেতন-ভাতায় ব্যয় হয়েছে। বাকি অর্থ ব্যাংকে এফডিআর করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে আমানত ফেরত দেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা। মানববন্ধন শেষে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন ক্ষুদ্র আমানতকারীরা।

/এমএন



Exit mobile version