Site icon Amra Moulvibazari

পবিত্র রমজানে সবার শুভবুদ্ধির উদয় হোক: জি এম কাদের

পবিত্র রমজানে সবার শুভবুদ্ধির উদয় হোক: জি এম কাদের


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি।

পবিত্র রমজানে সবার শুভবুদ্ধির উদয় হোক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রোববার (২ এপ্রিল) সন্ধায় রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় দেশের কল্যাণে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। জি এম কাদের বলেন, বর্তমান প্রেক্ষাপটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলমত সবাইকে সহনশীল আচরণ করতে হবে। পবিত্র রমজানের শিক্ষা নিয়ে পৃথিবী বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।

ইফতার অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ছাড়াও দলের সিনিয়র নেতারা ইফতারে উপস্থিত ছিলেন। অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও।

/এমএন



Exit mobile version