Site icon Amra Moulvibazari

৭৩ শাখা বন্ধের ঘোষণা যুক্তরাজ্যের বার্কলে ব্যাংকের

৭৩ শাখা বন্ধের ঘোষণা যুক্তরাজ্যের বার্কলে ব্যাংকের


ছবি : সংগৃহীত

আমানতকারীর সংখ্যা কমে যাওয়ায় চলতি বছর ৭৩টি শাখা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের বার্কলে ব্যাংক। গ্রীষ্ম মৌসুমেই বন্ধ হবে ১৫টি শাখার দরজা। খবর স্কাই নিউজের।

জুলাইয়ের ৬ থেকে ২৮ তারিখের মধ্যে বাকি শাখাগুলো গুটিয়ে নেবে তাদের সরাসরি সেবাদানের কার্যক্রম। পরিসংখ্যান বলছে, করোনা মহামারির কারণে ব্যাংকের স্থানীয় শাখাগুলোয় কমেছে গ্রাহক সংখ্যা। সংক্রমণ আতঙ্কে ব্রিটিশদের মধ্যে এসেছে আচরণগত পরিবর্তন। কোভিড নাইনটিনের কারণে অনলাইন ব্যাংকিং সেবার দিকে ঝুঁকেছেন বেশিরভাগ আমানতকারী।

এক বিবৃতিতে বার্কলে কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের শাখাগুলোয় ক্রমাগত কমছে গ্রাহকদের আনাগোনা। সে কারণেই এ সিদ্ধান্ত। তবে সেবাদানে কোনো ত্রুটি রাখা হবে না। লাইব্রেরি-টাউন হল-মোবাইল ভ্যানের মতো ২০০ স্থানে থাকা নেটওয়ার্ক পডের মাধ্যমে তারা সারতে পারবেন কার্যক্রম। ২৪ ঘণ্টা গ্রাহকরা পাবেন অর্থ উত্তোলন-জমাদান এবং লেনদেনের সুযোগ।

এএআর/



Exit mobile version