Site icon Amra Moulvibazari

বলে থুথু লাগানোর অভ্যাস যায়নি সাইফুদ্দিনের : তবে সবাইকে সতর্ক থাকার তাগিদ মুশফিক-তামিমের

বলে থুথু লাগানোর অভ্যাস যায়নি সাইফুদ্দিনের : তবে সবাইকে সতর্ক থাকার তাগিদ মুশফিক-তামিমের

করোনা ভাইরাস আতঙ্কের মাঝেই শুরু হয়েছে প্রিমিয়ার লিগ। তবে হাত মেলানো কিংবা বলে থুথু লাগানোর নির্দেশন মানছেন না কেউ। ভয় নেই দাবি করে আসছেন দর্শক ও সমর্থকরা। তবে সচেতন হওয়ার তাগিদ তামিম-মুশফিকের।

একের পর এক দেশ যখন করোনা ভাইরাসে বন্ধ করছে ঘরোয়া লিগ। তখন বাংলাদেশে শুরু হয়েছে প্রিমিয়ার লিগ। তাও আবার ফুল ছিটিয়ে। অস্টেলিয়া ও পাকিস্তান যখন বন্ধ করছে খেলা, তখন এই আয়োজন সত্যি প্রশ্ন তুলছে সচেতনতা নিয়ে।

বলে থুথু লাগানো অভ্যাস রয়ে গেছে সাইফ উদ্দিনের। হ্যান্ড শেইক যেখানে বারণ তখন ও হাতে হাত মিলিয়ে দেখা মিলল ক্রিকেটারদের। একই বলেই খেলা চলছে এক হাত ধরে অন্য হাতে।

শুধু কি ক্রিকেটার , দর্শক শূন্য থাকার কথা থাকলে ও আটকানোর কোনো ব্যবস্থা ছিল না । নেই কোনো মনিটরিং ব্যবস্থা । আবার এ নিয়ে দর্শকদের বিরূপ মন্তব্য ।

দর্শকরা বলছেন, ‘বাংলাদেশেতে করোনা নেই বললে চলে । কোনো ভয় নেই , ভয় কিসের করোনা নিয়ে । বাংলাদেশেতো নাই । সবার জায়গা থেকে সচেতন হওয়া থাকলেই হবে।’

ক্রিকেটারদের সহজাত অভ্যাস যেমন বন্ধ করা কঠিন তেমনি দর্শকদের মাঠে আসা । যদি ও বিসিবি বলছে , সরকারের নির্দেশনা মোতাবেক ভাগ্য নির্ধারিত হবে লিগের ।

Exit mobile version