Site icon Amra Moulvibazari

টিভিতে সম্প্রচার হবে না, যেভাবে দেখবেন বাংলাদেশের টেস্ট ম্যাচ

টিভিতে সম্প্রচার হবে না, যেভাবে দেখবেন বাংলাদেশের টেস্ট ম্যাচ


ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচ দেখা যাবে আইসিসি টিভিতে। তবে খেলা দেখতে হলে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ ডলার মূল্য দিতে হবে দর্শকদের।

মূলত, এই টেস্ট সিরিজটি বাংলাদেশে দেখানোর দায়িত্ব দেশটির প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস ম্যানেজম্যান্টের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে স্বত্ব কিনলেও বাংলাদেশের কোনো চ্যানেলের কাছে বিক্রি করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে বিসিবি ও টোটাল স্পোর্টস দারস্থ হয় আইসিসি’র। যদিও বাংলাদেশের দর্শকরা যেন বিনামূল্যে সিরিজটি দেখতে পারে সেই বিষয়ে কাজ করছে বিসিবি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার (১৬ জুন) মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচ।

এই মাঠে ২০১৮ সালে অবশ্য ৪৩ রানে অল আউট হওয়ার দুঃসহ স্মৃতি আছে বাংলাদেশের। তবে অতীত ভুলে এগিয়ে যেতে চায় সাকিব আল হাসানের বাংলাদেশ। অ্যান্টিগার এবারের উইকেট আগের বারের চাইতে ভিন্ন; তাই এখানে প্রথম ইনিংসে ভাল ব্যাট করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান

জেডআই/



Exit mobile version