Site icon Amra Moulvibazari

এবার কোয়ারেন্টাইনে গেলেন লিওনেল মেসি; সবাইকে সতর্ক থাকার আহ্বান

এবার কোয়ারেন্টাইনে গেলেন লিওনেল মেসি; সবাইকে সতর্ক থাকার আহ্বান

ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে এবার স্বেচ্ছায় আইসোলেশনে গেলেন লিওনেল মেসি । সেই সাথে আইসোলেশনে গেছে পুরো বার্সা স্কুয়াডই। এদিকে ১৭ মার্চ জরুরি সভা ডেকেছে উয়েফা। ইউরো ২০২০ এক বছর পিছিয়ে যাওয়ার ঘোষণা আসতে পারে।

করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা জানিয়েছেন চেলসি মিডফিল্ডার হাডসন ওডই। বাস্কেটবল খেলোয়ার রুডি গোবার্টের ধরা পড়েছে কোভিড ১৯ যিনি এক সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস নিয়ে মজা করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিপদে একে অন্যের পাশাপাশি দাড়ানো সহ আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন লিওনেল মেসি। সেই সাথে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শও দেন তিনি।  লিওনেল মেসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা সতর্কতায় নেমেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সতর্ক বার্তার পাশাপাশি নিজে হাত ধুয়েও দেখিয়েছেন তিনি।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বার্সালোনার সাবেক ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। এদিকে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার বার্তা দিয়েছেন চেলসির মিডফিল্ডার হাডসন ওডই। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন।

করোনা ভাইরাসকে হালকা ভাবে নিয়েছিলেন ফ্রান্সের বাস্কেটবল খেলোয়ার রোডি গোবার্ট। সেটি কাল হয়েছে তার। প্রস কনফারেন্স এ মজার ছলে সবকিছু ছুয়ে গিয়েছিলেন। এরপরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে তার।


দেশে নতুন দুইজন করোনায় আক্রান্ত; আজ থেকে সব দেশের সাথে ফ্লাইট বন্ধ


Our Official Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version