Site icon Amra Moulvibazari

বাকিংহাম প্যালেসের সামনে থেকে একজন গ্রেফতার

বাকিংহাম প্যালেসের সামনে থেকে একজন গ্রেফতার


ছবি: সংগৃহীত

বাকিংহাম প্যালেসের বাইরে থেকে শর্টগানের কার্তুজ নিক্ষেপকারী এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। মঙ্গলবার (২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটে এ ঘটনা। রয়টার্সের খবর।

প্রশাসন জানায়, প্রাসাদের চত্ত্বরে আকস্মিক শর্টগানের কার্তুজ ছুড়ে মারেন ওই ব্যক্তি। সাথে সাথে তাকে নিজেদের হেফাজতে নেয় নিরাপত্তা বাহিনী। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ব্যাগ জব্দ করা হয়। তার কাছ থেকে একটি ছুরি মিললেও, পাওয়া যায়নি কোনো শর্টগান। পরবর্তী নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে ব্যাগটিকে নষ্ট করা হয়।

রাজা চার্লসের অভিষেকের চারদিন আগে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বাকিংহাম প্যালেস ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কেননা রাজা চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলা নিকটবর্তী আরেকটি বাড়িতেই অবস্থান করছেন। তবে এ ঘটনাকে আপাতত সন্ত্রাসবাদ হিসেবে দেখছে না প্রশাসন।

/এম ই



Exit mobile version