শ্রীলঙ্কার হাতে আর মাত্র পাঁচ দিনের জ্বালানি মজুদ রয়েছে। এছাড়া দ্বীপ রাষ্ট্রটি ভারতের কাছ থেকে নতুন করে ৫০০ মিলিয়ন ডলার সাহায্যের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা। বৃহস্পতিবার (১৬ জুন) সাংবাদিকদের কথা বলার সময় তিনি এ কথা জানান। খবর এনডিটিভির।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের জানান, আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বৈদেশিক মুদ্রার সংকটের কারণে আমরা জ্বালানি আমদানি করতে পারছি না। আমাদের হাতে মাত্র ২১ জুন পর্যন্ত চলার মত জ্বালানি অবশিষ্ট রয়েছে। যদি আমরা এখনি অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ না করি তবে খুব দ্রুতই জ্বালানি ফুরিয়ে যাবে।
স্বাধীনতার পর শ্রীলঙ্কা সবচেয়ে খারাপ অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। অবস্থা এতো খারাপ যে দেশটি তার প্রয়োজনীয় খাদ্য, ওষুধ এবং জ্বালানিসহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে পারছে না।
এটিএম/