Site icon Amra Moulvibazari

ইরানে হামলায় ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো

ইরানে হামলায় ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো


প্রতীকী ছবি

ইরানে হামলা চালাতে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার।

সম্প্রতি ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি হামলার আশঙ্কায় এই কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশগুলো। উপসাগরীয় রাষ্ট্রগুলো বলছে, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক হামলার প্রেক্ষাপটে তারা নিজেদের আকাশসীমা ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর হত্যার প্রতিবাদে ইরান গত ১ অক্টোবর ইসরায়েলী ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল হামলা চালায়। এই হামলার পর থেকেই শঙ্কা দেখা দেয় ইরানি তেল ক্ষেত্রগুলোয় ইসরায়েলি হামলার।

/এনকে



Exit mobile version