Site icon Amra Moulvibazari

সম্প্রতি ঘটা বিস্ফোরণ কোনো নাশকতা কিনা তার তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি ঘটা বিস্ফোরণ কোনো নাশকতা কিনা তার তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী


শরীয়তপুর প্রতিনিধি:

দেশে সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণ কোনো নাশকতা কিনা সেটির তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি তদন্তও চলছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) শরীয়তপুরের ভেদেরগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার আত্মীয়দের আবেদনের প্রেক্ষিতে ঘরে বসে চিকিৎসাসেবার সুযোগ করে দেয়া হয়েছে। তার একটা সময় নির্ধারণ করে দেয়া হয়েছিল। সেই সময় শেষ হয়ে যাচ্ছে বলে তার আত্মীয়-স্বজন আবার আবেদন করেছেন। সেই আবেদন আমরা যথাযথভাবে প্রক্রিয়া নিচ্ছি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও কিছুদিন সময় লাগবে।

এসজেড/



Exit mobile version