Site icon Amra Moulvibazari

পঞ্চগড়ে বিজিবির পক্ষ থেকে এতিম ও দুস্থরা পেলো ইফতার ও রাতের খাবার

পঞ্চগড়ে বিজিবির পক্ষ থেকে এতিম ও দুস্থরা পেলো ইফতার ও রাতের খাবার


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভিমপুকুর এলাকার আল মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ উলুম মাদরাসা মাঠে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. যুবায়েদ হাসান পিএসসি, ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাচানুর রহমান, ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইউএইচ/



Exit mobile version